থানা ও ফাঁড়িতে হামলার আশঙ্কায় সতর্কতায় পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ১২:২০ পিএম

থানা ও ফাঁড়িতে হামলার আশঙ্কায় সতর্কতায় পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধীতা করে চলামান আন্দোলনের প্রেক্ষিতে দেশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তরে ফের হামলা ও ভাঙচুরের আশঙ্কা করা হচ্ছে। দেশের এ অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) রাতে বাংলাদেশ পুলিশের সদরদপ্তর ও ডিএমপি কার্যালয় সার্বিক এ নিরাপত্তার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এরপরই পুলিশ বাড়তি সতর্কতামূলক অবস্থান নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীতে কর্মরত ৮টি বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির থানাগুলোতে পুলিশ ফাঁড়ি ও বক্সে যেকোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে। এজন্য এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়াতে হবে বলেও ওই নির্দেশনায় বলা হয়।

এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য শুক্রবার দিবাগত রাতে ও শনিবার (২৭ মার্চ) সকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

রাজধানীকে নিরাপদ রাখতে রাতে পুলিশের পেট্রোলিং বাড়ানোসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Link copied!