বুস্টার ডোজের বয়সসীমা কমেছে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ০৬:২৪ পিএম

বুস্টার ডোজের বয়সসীমা কমেছে

বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে বয়সসীমা ৬০ বছর থেকে কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। সোমবার বিকালে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, বয়সসীমা কমিয়ে ৫০ বছর নির্ধারণ করা হয়েছে। যেসকল ফ্রন্টলাইনাররা ছিলেন তাদের জন্য বয়স কোনও বাধা ছিল না। জনসাধারণের জন্য সেটা কমিয়ে ৫০ বা তদূর্ধ্ব করা হয়েছে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (কল্যাণ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেসব সেক্টরে জনসমাগমের আশঙ্কা থাকে কিংবা মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে তারা যেন দ্রুত টিকা নিয়ে নেন। আমরা শিক্ষার্থীদের টিকার আওতায় আনা শেষ হওয়ার পর যাদের অগ্রাধিকার তালিকায় রেখেছি যেমন কলকারখানা, পরিবহন খাতের শ্রমিক, হোটেল রেস্তোরার কর্মচারীদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছি। আমাদের দেশের ১৮ বছর বয়সীরা যে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন। এনআইডি কিংবা জন্মসনদের কারণে যাতে রেজিস্ট্রেশন অন্তরায় না হয় সেজন্য ইতোমধ্যে আমরা টিকাদান কেন্দ্রে এসে কাগজে তথ্য লিপিবদ্ধ করার মাধ্যমে টিকাদানের সুযোগ রেখেছি।

Link copied!