নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ভোটার আনা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তিনি বলেন, ‘ভোটার বাড়াতে প্রার্থীদের প্রচার ও তৎপরতা থাকতে হবে। এজন্য নানা উদ্যোগও নিতে হবে তাদের।’
রবিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর-পাঁচলাইশ) আসনের উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি আনিছুর বলেন, `ভোটার উপস্থিতি নিশ্চিত করা ইসি বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব নয়। এ বিষয়ে প্রার্থীদের ভালোভাবে প্রচারণা চালানো উচিত।`
তিনি আরও বলেন, `কয়েক মাস পর দ্বাদশ জাতীয় নির্বাচন হওয়ার কারণে সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোটাররা তেমন আগ্রহ দেখায়নি।`
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই হওয়ার কথা।
নির্বাচন কমিশনার আনিছুর বলেন, `চট্টগ্রাম-১০ উপনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। সিসিটিভি বসানোর কাজ চলছে। আশা করি এখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।`
ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা `অপ্রত্যাশিত` উল্লেখ করে তিনি বলেন, `ভোটের শেষ সময়ে এ ঘটনা ঘটেছে। এটা নিয়ে অনেক ধরনের মতামত আছে। বরিশালেও আরেকটি ঘটনা ঘটেছিল। এগুলো নিন্দনীয়। এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।`