র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ‘ষড়যন্ত্র রয়েছে’: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০৩:২৬ পিএম

র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ‘ষড়যন্ত্র রয়েছে’: ওবায়দুল কাদের

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপে ‘ষড়যন্ত্র রয়েছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি জানান।

সোমবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞায় কোনও ধরনের ষড়যন্ত্র দেখছেন কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদেরকে উৎসাহিত করছে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। নির্বাচনে প্রভাব ফেলার তো কোনও কারণ নেই। যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচন করব নাকি? আমাদের নির্বাচন আমরা করব।”

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষ  নেতা আরও  বলেন, “যুক্তরাষ্ট্র র‌্যাব নিয়ে যে বক্তব্য দিয়েছে তা নিয়ে গতকাল (রোববার) দলের অবস্থান ব্যাখ্যা করেছি। এ নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করতে চাই না।”

পদত্যাগ করা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মুখের ভাষা আওয়ামী লীগের আসল চেহারা’ বলে  মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন-বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল সাহেবকে আমি পাল্টা প্রশ্ন করতে চাই। মুরাদ যা বলেছে, তার চেয়েও ঘৃণ্য ও জঘন্য কথা বলার পরে আলালকে তিনি সমর্থন করেছেন। এটা হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য। এত অশ্রাব্য ও অশোভন বক্তব্য কী করে মির্জা ফখরুল সমর্থন করেন।”

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ।

Link copied!