‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারতের কিছু বলার নেই’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৪৬ পিএম

‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারতের কিছু বলার নেই’

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশের বন্ধু। আমরা বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।”

শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরিফ পরিদর্শনে গেলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ভারতীয় হাই কমিশনার।

“আমরা (ভারত) বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছি। সেই নির্বাচনের ফলাফলের দিকেও আমরা তাকিয়ে আছি। এবং আমরা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার আশায় আছি। সুতরাং বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কিছুই বলার নেই”- বলেন দোরাইস্বামী।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির আমন্ত্রণে ভারতের হাই কমিশনার সেখানে যান। তিনি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ওরশ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তর করেন। এরপর তিনি সাংসদের সঙ্গে বৈঠক করেন।

Link copied!