আসিফ মাহমুদের সাবেক এপিএসের বিদেশ যাত্রা ও এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা চায় দুদক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৫, ০৪:৪৬ পিএম

আসিফ মাহমুদের সাবেক এপিএসের বিদেশ যাত্রা ও এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা চায় দুদক

আজ শনিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারে নিষেধাজ্ঞা জারির জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন জানিয়েছে। 

আজ শনিবার দুদকের প্রধান কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানান, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির টেন্ডারবাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

সব অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার তাঁকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমন এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট আবেদন করা হয়েছে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোয়াজ্জেম হোসেনের ব্যাংক হিসাব, সম্পদ এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের উপদেষ্টা হিসেবে আগস্ট শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

এরপর ১৪ আগস্ট তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে তাঁর এপিএস হিসেবে নিয়োগ দেন।

তবে ২১ এপ্রিল মোয়াজ্জেমকে পদ থেকে অব্যাহতির কথা জানানো হয়। পরদিন সংশোধিত এক প্রজ্ঞাপনে বলা হয়, তাঁর পদত্যাগপত্রের ভিত্তিতে এই অব্যাহতি দেওয়া হয়েছে। 

দায়িত্বে থাকার সময় এবং পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে তদবিরবাণিজ্য নানা অনিয়মের অভিযোগ ওঠে।

 

Link copied!