হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২৩, ০৯:৪৩ পিএম

হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত দুই শতাধিক

হবিগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। রবিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তানগর এলাকায় সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের টানানো ব্যানার-ফেস্টুন ছিঁড়তে থাকেন। তখন বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান এ সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে বলেন, আমাদের শান্তিপুর্ন মিছিলে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করেছে। আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল থেকেই জেলা বিএনপির কার্যালয় ও বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জিকে গউছের বাসায় হামলা চালানো হয়েছে। সংঘর্ষে প্রায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

Link copied!