বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৪, ০৮:৩৩ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় ৪ সাংবাদিক হত্যা ও ২৫০ সাংবাদিক আহতের ঘটনায় জড়িতদের বিচারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, পুলিশের গুলি এবং হত্যার নিন্দা প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং ব্যানার ও চোখে-মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান তারা। পাশাপাশি গণমাধ্যকর্মীদের নিরাপত্তার দাবিও জানানো হয় মানববন্ধনে।

গণমাধ্যমকর্মীদের ভাষ্য, “সাংবাদিকরা সরকার কিংবা আন্দোলনকারীদের কারোর বন্ধু নয়। সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছে। তারপরেও লিখে যাচ্ছে গণমানুষের কথা, বাংলাদেশের কথা। কিন্তু তারপরেও সাংবাদিকদের ওপর গুলি ছোড়া হয়।”

গণমাধ্যমকর্মী
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মানববন্ধনে উপস্থিত একজন গণমাধ্যমকর্মী প্রধানমন্ত্রী ও সাংবাদিক সমাজের উদ্দেশে বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) বারবার বলেন, তিনি সাংবাদিকদের সুরক্ষায় কাজ করেন। তিনি একটিবারও উচ্চারণ করেননি, কীভাবে আমার সহকর্মী, আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। কতজন সাংবাদিককে এখনও পর্যন্ত হত্যা করা হয়েছে, কতজন সাংবাদিক এখনও পর্যন্ত আহত হয়েছেন, সেই সংখ্যা এখনও আমাদেরকে অবহিত করা হয়নি। এখনও পর্যন্ত আমাদের যে সাংবাদিক সংগঠন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা এমন বাংলাদেশ চায়নি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে।”

গণমাধ্যমকর্মী
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আরেকজন গণমাধ্যমকর্মী বলেন, “তাদের ব্যাকগ্রাউন্ড কি? কে জামায়াত-শিবির করে, কে বিএনপি-জামায়াত করে? কে আওয়ামী লীগ করে? তাতে কোনও যায়-আসে না। আমি একটা কথা বলছি, বাংলাদেশে যে এতগুলো টেলিভিশন আছে, এই টেলিভিশনগুলোতে ঝগড়া কম হয়। যেটা একটা রহস্য। আপনারা স্ক্রিনে যে অংশটা দেখেন, এটা মানুষকে বোকা বানানোর জায়গা ছাড়া আর কিছুই নয়।”

গত জুলাইয়ের শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এরপর মাসের মধ্যভাগে এই আন্দোলনে উত্তাল হয়ে উঠে পুরো দেশ। এতে ৪ জন সাংবাদিক নিহত হন।

Link copied!