রঙিন ফানুসে মৈত্রীময় পৃথিবী গড়ার প্রত্যয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২০, ০৩:২৯ এএম

রঙিন ফানুসে মৈত্রীময় পৃথিবী গড়ার প্রত্যয়

বিশেষ প্রতিনিধি, অক্টোবর ১, ২০২০: উড়ছে ফানুস। দু:খ-যন্ত্রনা সব উড়িয়ে নিয়ে যাচ্ছে আকাশে। শান্ত হচ্ছে ধরা। বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব প্রবারনা পূর্নিমা উপলক্ষে এভাবেই অসম্প্রদায়িক চেতনায় মজে ছিলো পুরো বন্দর নগরী। একের পর এক আগুনমুখো ফানুস উড়ে যাচ্ছে আকাশে। বর্ণিল কাগজে তৈরি বিচিত্র আকারের ফানুস। েএর মধ্যে নজর কাড়ছিল ব্যতিক্রমী কিছু ফানুস। কোনোটিতে আঁকা ধর্মীয় চিহ্ন। কোনোটিতে লেখা শান্তির বাণী। একটি ফানুসে ছিল ‘কোভিড-১৯’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরের ডিসি হিলসংলগ্ন চট্টগ্রাম বৌদ্ধমন্দিরে প্রবারণা উৎসবের দৃশ্য এটি। শুধু চট্টগ্রাম বৌদ্ধমন্দির নয় রাউজান, ফটিকছড়ি, বাঁশখালী, পটিয়া, রাঙ্গুনিয়াসহ প্রায় সব উপজেলার বৌদ্ধমন্দিরগুলোতে উদযাপিত হয়েছে প্রবারণা উৎসব। ফানুসের আলোয় রঙিন হয়ে যায় সন্ধ্যার আকাশ।  

Link copied!