সাংবাদিকদের সঙ্গে সহিংস আচরণকারীদের জবাবদিহির আওতায় আনা উচিত: জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২৪, ০৩:০৬ পিএম

সাংবাদিকদের সঙ্গে সহিংস আচরণকারীদের জবাবদিহির আওতায় আনা উচিত: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

সাংবাদিকদের সঙ্গে যারা সহিংস আচরণ করে তাদের জবাবদিহির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, “বাংলাদেশসহ বিশ্বের যেকোনও দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব দেশ ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে।”

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় তাকে সাম্প্রতিক বাংলাদেশে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে সোমবারের হামলার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তাকে করা প্রশ্নটি ছিল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্রগুলোর কার্যালয়ে গত সোমবার বিকেলে হামলা ও ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা। এ-অবস্থায় জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য বা মন্তব্য আছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, “সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। যারা তাদের (সাংবাদিকদের) বিরুদ্ধে সহিংস আচরণ করে, তাদেরকে জবাবদিহির আওতায় আনা উচিত। এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।”

ব্রিফিংয়ে তাকে আরও একটি প্রশ্ন করা হয় যে, জাতিসংঘের একটি তদন্ত দল বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের জনগণ আশা করে, জাতিসংঘের দলটি ১৫ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশটিতে ঘটে যাওয়া সব হত্যা, ডাকাতি ও অগ্নিসংযোগের তদন্ত করবে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

সাংবাদিকের এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, “আমি আপনাকে আমাদের মানবাধিকারসংশ্লিষ্ট সহকর্মীদের কাছে এ প্রশ্নটি জিজ্ঞাসা করতে বলব, যাঁরা এ বিষয়টিতে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এটা স্পষ্ট যে সহিংস কর্মকাণ্ডে জড়িত সব অপরাধীকে জবাবদিহির আওতায় আনতে হবে।”

Link copied!