আওয়ামী লীগ পালানোর দল নয় বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেয়া হবে।
শুক্রবার (৩ মার্চ) সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা তা শক্ত হাতে প্রতিহত করা হবে। কারণ, বিএনপি অতীতেও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। বরাবরই তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন।
নাছিম বলেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে যার রাজনীতি করবে। সময়ই বলে দেয়, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত আওয়ামী লীগ ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন।
তিনি আরও বলেন, বিএনপি নেতারা মুচলেকা দিয়ে পালিয়ে বেড়ায় এবং বিদেশে গিয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণের নিরাপত্তায় কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ।