ঈদে ছুটি বাড়বে কি না জানা যাবে আজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২৩, ০৯:২৬ এএম

ঈদে ছুটি বাড়বে কি না জানা যাবে আজ

ঈদুল ফিতরে এবার বিশেষ ছুটি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ।

সোমবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী বিশেষ ছুটি দেবেন কি না, তা চূড়ান্ত হতে পারে। 

তবে জানা গেছে, গত বছরের মতো এবারও বিশেষ ছুটি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছুটি দেওয়া হলে টানা পাঁচ দিন ছুটি পেতেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুই দিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার। 

গেল ২৪ মার্চ রোজা শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অর্থাৎ শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। 

Link copied!