জনসমাগমস্থলে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৩, ০৪:২২ পিএম

জনসমাগমস্থলে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের

সাড়ে তিন বছরের লড়াইয়ের পর কর্মস্থল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২ এপ্রিল) এ রায় দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

এতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ছাড়াও পোশাক কারখানাতেও মাতৃদুগ্ধ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সে স্থানে যেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সেই বিষয়ে গুরুত্ব দিতেও বলেন হাইকোর্ট।

মন্ত্রী পরিষদ সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করে দায়ের করা এই রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

প্রসঙ্গত, মা-বাবার সাথে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল শিশু উমাইর। ফেরার পথে কক্সবাজার বিমানবন্দরে অনিবার্য কারণে ফ্লাইটে কয়েক ঘণ্টার বিলম্ব হলে প্রচুর ক্ষুধায় কান্না শুরু করে শিশুটি। কান্না থামাতে মা বুকের দুধ খাওয়াতে চাইলেও উপযুক্ত কোনো পরিবেশই পাচ্ছিলেন না। পরে ঢাকায় এসে শিশু উমাইরকে নিয়ে তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে ২০১৯ সালের ২৪ অক্টোবর এ রিট দায়ের করেন।

Link copied!