পুড়িয়ে মারা হলো বাবুই পাখির ৩৩ ছানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৫:১২ এএম

পুড়িয়ে মারা হলো বাবুই পাখির ৩৩ ছানা

ঝালকাঠিতে ক্ষেত ধান খাওয়ার অপরাধে অন্তত ৩৩টি বাবুই পাখির ছানাকে পুড়িয়ে মারা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পাখি-প্রেমীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনে স্থানীয় কৃষক জালাল সিকদারের ধানের ক্ষেত রয়েছে। সে ক্ষেতের পাশের একটি তালগাছে অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছিলো।

শুক্রবার (১০ এপ্রিল) ক্ষেতের ধান খাওয়ার অজুহাতে তাল গাছে থাকা বাবুই পাখির ১১টি বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁশের মাথায় কাপড় পেঁচিয়ে বাসাগুলোতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত জালাল সিকদার।

এতে গাছে থাকা বাবুই পাখির ৩৩টি ছানা পুড়ে মারা যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ৩৩টি মৃত ছানা উদ্ধার হলেও আরও বেশি সংখ্যক ছানা মারা পড়েছে।

শনিবার (১০ এপ্রিল) সকালে এলাকার তরুণরা মরা ছানাগুলোর ছবি তুলে ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।

ওই এলাকার পাখিপ্রেমী অভিজিৎ বলেন, শনিবার ঝালকাঠির বন বিভাগকে বিষয়টি লিখিতভাবে অভিযোগ আকারে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান তিনি।

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, এই বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। যদিও ঘটনাটি খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতাধীন। ঝালকাঠি অফিস হচ্ছে সামাজিক বন বিভাগের। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

এই ঘটনার বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ছানা পোড়ানোর বিষয়টি শুনেছি। এ ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!