জুলাই ১১, ২০২১, ০৪:৫৫ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো আম পেয়ে আপ্লুত ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর তাই তিনি এবার বাংলাদেশের সরকারপ্রধানের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন ৮০০ কেজি কিউভেইরাটি আনারস।
রবিবার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে আনারসগুলো হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশের পক্ষে এই উপহার গ্রহণ করেছেন চট্টগ্রামে নিযুক্ত দ্বিতীয় সহকারী ভারতীয় হাইকমিশনার উদত ঝাঁ। ৮০টি কার্টুনে করে ৩২০ পিস (৮০০ কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়েছে।
ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় উদত ঝাঁ গণমাধ্যমকে বলেন,‘এতে করে দু’দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সাথে ব্যবসায়িক ও বিভিন্ন দিক দিয়ে ভাল সম্পর্ক রয়েছে বাংলাদেশের।’
আনারস হস্তান্তর কালে আখাউড়া বন্দরের কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোঃ আলী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩শ’ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।