বিদ্যুৎহীন ঈদ কাটাতে হলো ঝালকাঠিবাসীকে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৯:৩২ পিএম

বিদ্যুৎহীন ঈদ কাটাতে হলো ঝালকাঠিবাসীকে

কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ ছাড়াই ঈদ কাটাতে হয়েছে ঝালকাঠিবাসীকে। এতে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। অন্ধকারেই কাটাতে হয়েছে ঈদের পুরো দিন। দিনশেষে চার্জের অভাবে অনেকের মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকে পুরো শহর। এ নিয়ে ফেসবুকে ক্ষোভের স্ট্যাটাস ভাসে। আজ বৈরী আবহাওয়া ছাড়াও গত ক’দিন ধরেই চরম বিদ্যুৎ বিভ্রাটে মানুষ অতিষ্ঠ। শহরের পুরাতন কলেজ রোড এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ঈদের দিন অনেকেই বিদ্যুৎ না থাকায় পানির অভাবে ছিলেন। রান্না-খাওয়াতেও কষ্ট হয়েছে। শুধু আজ নয়, গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের ভেলকি চলছে বলে জানান মনির হোসেন।

ঝালকাঠি শহরের কামারপট্টি এলাকার আইনজীবী মো. নাসির উদ্দিন কবির বলেন, বেশ কয়েক দিন ধরেই দীর্ঘ লোডশেডিং শুরু হয়েছে। তার ওপর ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ইলেকট্রনিকস পণ্য ক্ষতির মুখে পড়ছে।

শহীদ স্মরণির দিলরুবা আক্তার বলেন, সারাদিন বাসায় বিদ্যুৎ ছিল না। এতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তিনি আরও বলেন, ঈদের কথা ভেবে বিদ্যুৎ বিভাগের পূর্ব প্রস্তুতি থাকা উচিত ছিল। ঝড়ে কিংবা যান্ত্রিক ত্রুটিতে ঝালকাঠিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তা ঠিক করতে স্থানীয় ওজোপাডিকোর কর্মচারীরা সময় ক্ষেপণ করে আসছেন বলে অভিযোগ এলাকাবাসীর। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতেও একই সমস্যায় পড়েন সবাই।

এ ব্যাপারে কথা বলার জন্য ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর ব্যবহৃত সরকারি মুঠোফোনে কল করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঝালকাঠি ওজোপাডিকোর লাইনম্যান খোকন হোসেন বলেন, ঝড়ের কারণে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটিতে থাকা যন্ত্রাংশ বিকল হয়ে যায়। সেগুলো খুঁজে মেরামত করতে সময় লাগে।

Link copied!