ব্রুনেই’র সুলতান এখন ঢাকায়, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০৩:১২ পিএম

ব্রুনেই’র সুলতান এখন ঢাকায়, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা

তিন দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ। বেলা ২টার পর সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজকীয় পরিবারের সদস্য, সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা  সুলতানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে বিমানবন্দর থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, সাভার থেকে সুলতানকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। ঢাকায় সফরকালে সুলতান এই হোটেলেই অবস্থান করবেন বলে জানা গেছে।

ব্রুনেই  সুলতানের সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের প্রথমদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ব্রুনেইয়ের সুলতান। পরে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলকিয়াহ।

ব্রুনেই ১৯৮৪ সালে ব্রিটেনের উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পরপরই দুদেশের (বাংলাদেশ-ব্রুনেই) মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর ১৯৯৭ সালে ব্রুনেইয়ে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনঃস্থাপন করা হয়।

এর আগে, ব্রুনেই  সুলতানের আমন্ত্রণে ২০১৯ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ওই দেশটিতে সফরে যান।  ওই সময় বাংলাদেশ-ব্রুনেই’র মধ্যে সহযোগিতা বাড়ানোর আলোচনার পাশাপাশি ছয়টি সমঝোতা স্মারক সই হয়।

ওই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি রাজি হন এবং ২০২০ সালের এপ্রিলে তার ঢাকা সফর চূড়ান্ত করা হয়। তবে করোনাভাইরাসের মহামারির কারণে শেষ মূহুর্তে তা স্থগিত হয়।

Link copied!