অক্টোবর ১, ২০২২, ০৯:৫৪ পিএম
র্যাব এমন কোনো কাজ করছে না যে সংস্কারের প্রয়োজন হবে, মন্তব্য করেছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৯ম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে এম খুরশীদ হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে বলব র্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র্যাবকে সংস্কার করতে হবে। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। আমাদের আগে থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি।
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত ডিজি বলেন, র্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেটি সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরই মধ্যে আমরা সেসব বিষয়ে জবাব দিয়েছি। জবাব দেয়ার পর তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।
যারা কাজ করছে তাদের ভুলত্রুটি থাকতেই পারে তবে কাজ ব্যক্তিস্বার্থে করা হয়েছে না দেশের স্বার্থে সেটি দেখা উচিত। তাই এসব বিষয় সরকারিভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র্যাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি তবে সংস্কার হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারটি বিবেচনা করা হবে। জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি। র্যাবের আচরণ পরিবর্তন হবে বলে আশা করছেন হাস।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার হয়েছে সে ব্যাপারে র্যাবের মহাপরিচালক বলেন, অতীতে আমরা সব সময় পূজামণ্ডপে স্ট্যান্ডিং আনসার রাখলেও গত বছর এটা করা হয়নি। করা হয়েছিল আনসারদের মোবাইল প্যাট্রল। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিংয়ে আমি প্রস্তাব করেছিলাম, প্রত্যেকটা পূজামণ্ডপে শ্রেণিভেদে গুরুত্ব বিবেচনায় ৪ থেকে ৭ জন করে স্ট্যান্ডিং আনসার সদস্য থাকবে। পাশাপাশি থাকবে মোবাইল প্যাট্রল।
মূল সমস্যা সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে আমরা এগুলো ফাইন্ডআউট করছি; সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করে, এটা এক ধরনের উসকানি। অসাম্প্রদায়িক দেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেয়, একটি দুষ্কৃতকারী সংস্থা রয়ে গেছে। কিছু দুষ্টু লোক রয়ে গেছে তারা চেষ্টা করবে। আমাদের বুঝতে হবে, দেশ আমাদের, এ সমাজ আমাদের। র্যাব ফোর্সেস থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিজি।
তিনি আরও বলেন, আমরা এখানে সব ধর্ম নির্বিশেষে বসবাস করি। প্রধানমন্ত্রী যেটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে ব্যবস্থা নিয়েছি, র্যাব ফোর্সেস তৈরি আছে, কোনো সমস্যা হবে বলে আমি বিশ্বাস করি না।