মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৩, ০৫:২০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ওয়াশিংটন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে বৈঠকের পর ওই চিঠিটি তার কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

মিডিয়াপ ব্রিফিংয়ে সেহেলী সাবরীন জানান, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো উষ্ণ বার্তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি চিঠি হস্তান্তর করেন।

প্রসঙ্গত, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। মূলত জো বাইডেনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়েছেন। গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

চিঠিতে বাইডেন বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও মুক্তির মাহত্ম্য গভীরভাবে উপলব্ধি করতে পারে, কারণ নিজের ভাষায় কথা বলতে এবং নিজেদের ভাগ্য নির্ধারণে তারা ১৯৭১ সালে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল।

জো বাইডেন বলেন, “বাংলাদেশ যখন আগামী নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে আমাদের দুই জাতি যে গভীর গুরুত্ব দেয়, তা আমার মনে আসছে।”

চিঠিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য পাঠানোর মাধ্যমে ঝুঁকির মুখে থাকা মানুষদের রক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

Link copied!