রংপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ০৩:৪২ পিএম

রংপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একচালকসহ ৬ ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইবাসের আরও অন্তত ৩৫ জন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওযায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে মিঠাপুকুরের বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিঠাপুকুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোয়া ৭টার দিকে দুর্ঘটনা ঘটেছে বলে কেউ ফোন করলে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা সেখানে হতাহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।’ তবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি মিঠাপুকুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানায়, রাজধানী ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬ জন মারা যান।  আহত হয়েছেন দুই বাসের অন্তত ৩৫জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

Link copied!