ব্রডগেজ ওয়াগন নির্মাণকারী ভারতের একটি প্রতিষ্ঠান থেকে ৪২০টি ব্রডগেজ ওয়াগন কিনছে রেলপথ মন্ত্রণালয়। এর জন্য ব্যয় হবে ২৩১ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৯৩৪ টাকা।
রবিবার রাজধানীর রেলভবনে এ সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং ভারতীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ভাইস-প্রেসিডেন্ট প্রদীপ গুহ সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।
রেলপথমন্ত্রী বলেন, “এসব ওয়াগন স্টেইনলেস স্টিল বডি, উচ্চগতি সম্পন্ন বগি এবং অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম সংবলিত। এসবের মাধ্যমে সাধারণ ও বিশেষায়িত পণ্য কম খরচে ও কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে।”
রেলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় জাানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, “টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে বর্তমান রেলওয়েকে ঢেলে সাজানো হচ্ছে। কারণ বর্তমান সরকারের লক্ষ্য টেকসই উন্নয়ন। বঙ্গবন্ধুর স্বপ্নের আত্মনির্ভরশীল, মর্যাদাকর দেশ গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।”
রেলপথমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন নদী ও সমুদ্র বন্দরের সাথে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক ও অভ্যন্তরীণ রেল যোগাযোগ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
রেলওয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “ দেশের সকল সিঙ্গেল লাইন কে ডাবল লাইন উন্নীত করা হবে।”