জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:০১ পিএম
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের প্রভাব সীমান্ত এলাকায় পৌঁছানোর ফলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ হওয়া ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
আজ (মঙ্গলবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। চিকিৎসকরা জানিয়েছেন, হুজাইফার অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন।
উল্লেখ্য, হুজাইফা আফনান সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার সময় তার মাথায় গুলি রয়েছিল এবং তার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান।