জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:৩০ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। মঙ্গলবার আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানায়। তবে বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাবে না বলে সাফ জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বোর্ড।
আজ (মঙ্গলবার) দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভার বিষয়বস্তু নিশ্চিত করে বিসিবি।
সভায় আইসিসির পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন লজিস্টিক কারণে বেশ জটিল। তাই বাংলাদেশকে ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়।
তবে বিসিবি তাদের অবস্থানে অনড়। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বোর্ড পরিষ্কার জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জোর দাবি জানানো হয়।
বিসিবি তাদের প্রস্তাব পুনরায় আইসিসিকে জানায় যে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হোক। বোর্ড জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।
ভিডিও কনফারেন্সে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।