আসন্ন সংসদ নির্বাচনে এনসিপি ৩০ আসনে লড়বে: আসিফ মাহমুদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৯:২০ পিএম

আসন্ন সংসদ নির্বাচনে এনসিপি ৩০ আসনে লড়বে: আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এনসিপির মুখপাত্র বলেন, ‍‍`১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।‍‍`

আসিফ মাহমুদ বলেন, ‍‍`যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।‍‍`

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরও মন্তব্য করেন, এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট।

তিনি বলেন, এনসিপির কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনে দলটি প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‍‍`হ্যাঁ‍‍` ভোটের পক্ষে প্রচারণা চালাবে। পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।

Link copied!