ওসমান হাদি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৪৫ পিএম

ওসমান হাদি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় দাখিল করা অভিযোগপত্রের (চার্জশিট) গ্রহণযোগ্যতার শুনানি বৃহস্পতিবার ধার্য করেছেন।

প্রথমে সোমবার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য ছিল। একই সঙ্গে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে আদালতে হাজির হয়ে অভিযোগপত্র নিয়ে কোনো আপত্তি থাকলে তার বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল।

এই ধারাবাহিকতায় আজ আদালতে হাজির হন আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অন্যান্যরা। আব্দুল্লাহ আল জাবের তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন—সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময়ের আবেদন করেন। তারা জানান, মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ১১ জন কারাগারে। এছাড়া ৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, অভিযোগপত্র এবং আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে বাদী পরবর্তী তারিখে আপত্তি দাখিল করবেন। এই জন্য আদালত দুই-তিন দিন সময়ের আবেদন মঞ্জুর করে, এবং শুনানির নতুন দিন বৃহস্পতিবার ধার্য করা হয়। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এস এম মইনুল করিম এসব তথ্য গণমাধ্যমকে জানান।

গত বুধবার আদালত জানিয়েছিলেন, অভিযোগপত্রের বিষয়ে বাদীর কোনো আপত্তি থাকলে আদালতে হাজির হয়ে তা জানাতে হবে এবং গ্রহণযোগ্যতার শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। এর আগে ৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদির মাথায় গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

Link copied!