১১ বিশিষ্টজনকে নিয়ে শুরু দ্বিতীয় সেশনের বৈঠক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ০১:৩১ পিএম

১১ বিশিষ্টজনকে নিয়ে শুরু দ্বিতীয় সেশনের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য শনিবার প্রথম ধাপে বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি। শনিবার বেলা ১টার দিকে ১১ বিশিষ্ট নাগরিককে নিয়ে দ্বিতীয় সেশনের বৈঠক শুরু হয়।

অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে চলা বৈঠকে অন্যন্যদের মধ্যে আছেন সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

দ্বিতীয় সেশনের বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন- বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আজকের পত্রিকা সম্পাদক গোলাম রহমান, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা প্রধান জহুরুল আলম, একাত্তর টেলিভিশনের পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক জাগরন সম্পাদক আবেদ খান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সমকাল প্রকাশক ও এ কে আজাদ এবং সিনিয়র সাংবাদিক স্বদেশ রায়।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত প্রথম সেশনের বৈঠকে ১৪ জন অংশগ্রহণ করেছিলেন। বলে জানা গেছে। শনিবার প্রথম ধাপের বৈঠকের জন্য যারা আমন্ত্রণ পেয়েছেন তারা হলেন-সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, এ জে মোহাম্মদ আলী ও ড. শাহদীন মালিক।

শনিবারের বৈঠকে আরও আমন্ত্রণ পান মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামালের।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খানও আমন্ত্রণ পান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসি নিয়োগের জন্য মোট ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আলাপ-আলোচনা শেষে যোগ্যতাসম্পন্ন ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই ১০টি নাম থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন।

প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন গঠনের আইনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি শূন্যপদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। তিনজন সদস্যের উপস্থিতিতে সার্চ কমিটির সভার কোরাম গঠিত হবে।

Link copied!