কলম্বিয়ার উপকূলে ডুবে যাওয়া দুটি সামুদ্রিক জাহাজের সন্ধান পাওয়া গেছে। পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে, এই জাহাজ দুটিতে ১৭ বিলিয়ন ডলার মূল্যের ‘সোনা’ থাকার সম্ভাবনা রয়েছে।
ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ সান জোসের ধ্বংসাবশেষের কাছে জাহাজ দুটির সন্ধান পাওয়া গেছে। ১৭০৮ সালে স্প্যানিশ জাহাজ সান জোসকে ডুবিয়ে দেয় ব্রিটিশরা। জাহাজটিতে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী ছিল। ২০১৫ সালে এই জাহাজের সন্ধান পাওয়া যায়। একটি দূর নিয়ন্ত্রিত যানের মাধ্যমে সমুদ্রের তলদেশের ভিডিও ধারণ করা হয়েছে। দূর নিয়ন্ত্রণ যানটিকে প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে পাঠানো হয়েছিল।
ধারণকৃত ভিডিওতে সান জোসের ধ্বংসাবশের কাছে দুটি জাহাজ দেখা যায়। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, নতুন সন্ধান পাওয়া দুটি জাহাজই ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রের তলদেশে সোনার মুদ্রা, মৃৎপাত্র ও অক্ষত চীনামাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।