সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে রোজার মাসের বাজারের উপরেও। রোজার মাসের আগে দাম বৃদ্ধির ফলে ক্রেতাদের নাগালের বাহিরে ছিল। যা রোজার মাস শুরুর আগে কিছুটা দাম কমলেও যার সুফল পাচ্ছেন না ক্রেতারা।
কাঁচা বাজারের ব্যবসায়ীরা বলেছেন রোজা উপলক্ষে সবজির দাম এখনো তেমন বাড়েনি। ব্যবসায়ী নেতারা বলছেন, এবারের রোজায় বাজারে কোনো সিন্ডিকেটকে কার্যক্রম চালাতে দিচ্ছেন না তারা।