শেরপুরে ৯ হাজার লিটার তেল জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২২, ১২:৫৫ পিএম

শেরপুরে ৯ হাজার লিটার তেল জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরের তিনটি উপজেলা থেকে ৯ হাজার ৮শ লিটার তেলের অবৈধ মজুদ জব্দ করা হয়েছে। জেলার সদর উপজেলার সাথী স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুইটি গোডাউন ও বাসা থেকে ৫ হাজার লিটার ও ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে সততা স্টোর ও নাজমুল অ্যান্ড ব্রাদারস এবং শ্রীবরদী উপজেলার হাজী ট্রেডার্স থেকে ৪ হাজার ৮০০ লিটার ভোজ্যতেল (সয়াবিন) জব্দ করা হয়।

এ সময় এ চারটি প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে তাৎক্ষণিক দেড় লাখ টাকা জরিমানা করা হয়। শেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এসব ভোজ্য তেল জব্দ ও জরিমানা আদায় করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার গাজীর খামার বাজারে সাথী স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সাথী স্টোরের মালিক আবু সায়েম সাথীর বাসা ও দুইটি গুদাম থেকে কার্টুন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে ৩ মাসে আগের মূল্য লেখা রয়েছে। তবে মূল্যের সিল কৌশলে উঠিয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রতি লিটার সয়াবিন ২০০ থেকে ২২০ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানী।

পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি ধারায় ব্যবসায়ী আবু সায়েম সাথীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৫ হাজার লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অপরদিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে সততা স্টোর ও নাজমুল অ্যান্ড ব্রাদারস এ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ লিটার ও শ্রীবর্দী উপজেলার হাজী ট্রেডার্স থেকে এক হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সেসময় এ তিনটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আর শ্রীবরদীর হাজী ট্রেডার্সে অভিযান চালান উপজেলার সহকারী কশিনার (ভূমি) আতাউর রহমান।

Link copied!