চড়া দামে সবজি বিক্রি, কাঁচামরিচের দাম বাড়ল ২০ টাকা

সম্পা আক্তার

এপ্রিল ১৯, ২০২৪, ১১:২৩ এএম

চড়া দামে সবজি বিক্রি, কাঁচামরিচের দাম বাড়ল ২০ টাকা

সপ্তাহের ব্যবধানে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। বেশির ভাগ সবজিই এখন কেজিতে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও দেশি মুরগি কিনতে ক্রেতাকে বাড়তি ২০ টাকা দিতে হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে।

ক্রেতা রাজীব মাহমুদ বলেন, ‘চাল-ডাল-মাছ-মাংস প্রায় সব পণ্যের দাম বেশি। ঈদের পর এই দাম আরও বেড়েছে। তবে সবজির দাম যেন আকাশ ছোঁয়া।’

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কারওয়ান বাজারে সরেজমিনে ব্যবসায়ীদের সঙ্গে কথা  জানা যায় , গত সপ্তাহের তুলনায় আজ বাজারে কাঁচামরিচের দাম কমেনি। কেজিতে ৮০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা । এক সপ্তাহের ব্যবধানে কেজিতে মরিচের দাম বেড়েছে ২০ টাকা।

ব্যবসায়ীরা আরও জানান, আলু-টমেটোর দাম স্থিতিশীল আছে। তবে চড়া দামে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। ৩০-৪০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। ১০ টাকা বেড়ে শসার দাম ৩০ টাকা, ১০ টাকা বেড়ে পেঁপে ৫০ টাকা, ২০-৩০ টাকা বেড়ে লাউ ৫০-৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে ৩০ টাকার পটল এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ১০-১৫ টাকা, ধুন্দুল ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, সজনে ডাঁটা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. শামিম আহমেদ বলেন, ‘সিন্ডিকেটের বিষয় নেই। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে শীতের আগাম সবজি নষ্ট হওয়ায় দাম বেড়েছে।’

ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২২০ টাকায়
কারওয়ান বাজারে আজ ব্রয়লার মুরগি ২২০-২২৫ টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগে যা ২৪০-২৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে দেশি মুরগির দাম ২০ টাকা বেড়ে ৬৮০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতা আজিজুল বলেন, ‘ঈদের পর থেকে এখন পর্যন্ত ২২০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি করেছি। দামে ফারাক নেই। তবে দেশি মুরগির দাম বেড়েছে।’

‘ডিমের বাড়তি দাম’
বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগে এই ডিমের দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। অন্যদিকে ফার্মের মুরগির সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে ডজন ১১৫ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১১০ থেকে ১১৫ টাকা; অর্থাৎ সাদা ডিমের দাম বেড়েছে ডজনে ৫ টাকা।

সয়াবিন তেলের দাম চড়া
আগের চেয়ে চাল-ডাল-আটা-ময়দা চড়া দামে কিনতে হচ্ছে। এছাড়া চলতি সপ্তাহেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল বৃহস্পতিবার প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা এবং পাঁচ লিটারের তেলের বোতলের দাম ১৮ টাকা বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা ও পাম তেলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম আজ থেকে কার্যকর হওয়ায় বাড়তি দামেই কিনতে হচ্ছে সয়াবিন তেল।

Link copied!