আবারো এলপি গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৫:৩৪ এএম

আবারো এলপি গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

১২ কেজির সিলিন্ডার এলপি গ্যাসের দাম ৬৫ টাকা বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্য বৃদ্ধির ফলে নতুন দাম হবে ১ হাজার ৯৭ টাকা ৭৬ পয়সা।  

সৌদি আরবের সাথে চুক্তি (সিপি) অনুযায়ী মূল্য সেপ্টেম্বর মাসে দেশে এলপিজির সরবরাহ ব্যয় প্রতি কেজি ৯১ দশমিক ৪৮ টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৭ টাকা ৭৬ পয়সা করার সুপারিশ করে কমিশন গঠিত কারিগরি কমিটি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে এলপিজির দাম নির্ধারণে গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হয়ে গণশুনানি চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে শুনানিতে কমিশনের সদস্য, অপারেটর প্রতিনিধি, ভোক্তা অধিকার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিকে এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি এলপিজি বোতলজাতকরণ এবং মজুতে চার্জ অপরিবর্তিত রাখতে চাইলেও পরিবেশক এবং খুচরা বিক্রেতার কমিশন বৃদ্ধির পক্ষে মত দিয়েছে।

এলপিজির দাম নির্ধারণে চলতি বছর ১২ জানুয়ারি প্রথম দফা শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানির পর এপ্রিল মাসে প্রথমবার এলপিজির দাম নির্ধারণ করে কমিশন। 

অন্যদিকে এলপিজির দাম কার্যকরের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্বালানি উপদেষ্টা এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। শুনানী অনুষ্ঠিত হলেও বিইআরসি দাম নির্ধারণ করেনি। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিইআরসি আরও মতামত নেবে। পরবর্তীতে দামের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানায়।

Link copied!