চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

মে ১৯, ২০২২, ০১:৪৩ এএম

চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রাজধানীর পুরানঢাকার চকবাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।

আটা-ময়দার মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, কারসাজির মাধ্যমে ৫০ কেজির আদা-ময়দার প্রতি বস্তার দাম ৩শ থেকে ৪শ টাকা পর্যন্ত বাড়ানোসহ বেশ কয়েকটি অভিযোগে কয়েকটি স্টোরকে জরিমানা করা হয়। মোট ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে মা ট্রেডিং কর্পোরেশনকে ২০ হাজার টাকা, মেসার্স ইয়াছিন ষ্টোরকে ৫০ হাজার টাকা এবং মুসলিম ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

Link copied!