চট্টগ্রামে শপিংমলসহ হোটেল নির্মাণে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২২, ০৯:৫৫ পিএম

চট্টগ্রামে শপিংমলসহ হোটেল নির্মাণে চুক্তি সই

সরকারি -বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে শপিং মলসহ হোটেল- কাম -গেস্ট হাউজ নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং বেসরকারি অংশীদার এপিক প্রপার্টিজ লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর রেলভবনে চুক্তিতে সই করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, “সরকারের বর্তমান নীতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রমের  ৩০% পিপিপি অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  আমাদের ১২টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যেই দুটির চুক্তি স্বাক্ষর হলো।”

প্রধানমন্ত্রী রেল খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন জানিয়ে তিনি আরও বলেন, “তিনি আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন।  বর্তমানে রেলওয়ের উন্নয়নে বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।  তিনি উল্লেখ করেন মিটারগেজ ও ব্রডগেজ লাইনকে একমুখী ব্যবস্থা করে সারা দেশকে ব্রডগেজ এ রুপান্তর করার উদ্যোগ নেয়া হয়েছে।” পর্যায়ক্রমে সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন জায়গায় ডিজাইন বিল্ড ফাইন্যান্স অপারেট এন্ড ট্রানস্ফার পদ্ধতিতে প্রায় ১৫ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণের লক্ষ্যে চুক্তি সই হলো।  এখানে হোটেল ,শপিং মল, অফিস ,সিনেপ্লেক্স, কনভেনশন সেন্টার, পারিবারিক বিনোদন কেন্দ্র এবং অ্যাপার্টমেন্ট থাকবে ‌এটি সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি টাকা ।নির্মাণকাল সহ ৪০ বছর পরে স্থাপনাটি রেলওয়ের শতভাগ মালিকানায় পরিচালিত হবে।

 

Link copied!