এপ্রিল ২৯, ২০২২, ০৯:৪৯ এএম
ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত হ্রদ আর পাহাড়ের শহর রাঙামাটি। কাপ্তাই হ্রদের শান্ত নীল জলের পানি কমে যাওয়ায় পাহাড়ের বাঁকে বাঁকে হ্রদ আর লাল মাটি সেই সৌন্দর্যকে বাড়িয়েছে কয়েকগুণ। রাঙামাটির ঝুলন্ত সেতু জেলার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। সবসময় পর্যটকের পদচারণায় মুখর থাকে সেতুটি। এসব সৌন্দর্য্য উপভোগে অধিকাংশ হোটেল, মোটেল ও গেস্ট হাউস আগাম বুকিং দিতে শুরু করেছেন পর্যটকরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে দর্শনার্থীদের আগমন বেশি হবে বলে আশা ব্যবসায়ীদের।
পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এবারের ঈদের ছুটিতে জেলায় অর্ধলক্ষাধিক পর্যটকের আগমন হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।