রিজার্ভ ব্যবস্হাপনা

প্রথমবার ব্যাংক থেকে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ২৩, ২০২৩, ০৭:৪১ পিএম

প্রথমবার ব্যাংক থেকে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আমদানী ব্যয় মেটাতে দ্রুত ক্ষয় হতে থাকা বৈদেশিক মূদ্রার রিজার্ভ ৩০ বিলিয়নে ধরে রাখতে এবছর প্রথমবারের মতো ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২২ জুন) বেসরকারি খাতের প্রাইম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ১০৬ টাকা প্রতি ডলার দরে মোট ৩ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, একই দামে আমদানি দায় মেটাতে সংকটে থাকা ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

একইদিন বাংলাদেশ ব্যাংক বিক্রি করেছে ৬ কোটি ৫০ লাখ ডলার। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে ৩ হাজার ১৩ কোটি ডলার (৩০ দশমিক ১৩ বিলিয়ন) ডলার। তবে প্রকৃত রিজার্ভ আরও ৬০০ কোটি ডলার কম। 
জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রায় ১২০ কোটি ডলার আমদানী বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কে পরিশোধ করতে হবে। তার প্রভাবেও রিজার্ভ কমবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত রয়েছে, জুনের ৩০ তারিখের মধ্যে দেশের প্রকৃত রিজার্ভ ২৪ বিলিয়ন (২ হাজার ৪৪৬ কোটি) ডলার থাকতে হবে। সে হিসেবে রিজার্ভ থাকতে ন্যুনতম ৩০ বিলিয়নের উপরে। অর্থবছরের শেষ হতে আর বাকী মাত্র এক সপ্তাহ। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ব্যাংক থেকে ডলার কিনতে হচ্ছে বাংলাদেশ ব্যাংক-কে।

গত ১৮ জুন বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন জুলাই-ডিসেম্বর মেয়াদে নতুন মূদ্রানীতিতে বৈদেশিক মূদ্রার বিনিময় হারের অস্হিরতা ও রিজার্ভ ব্যবস্হাপনা হবে বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ ব্যাংকের সুত্র জানায়, প্রবাসী আয় বাড়ছে। ব্যাংকগুলোর ডলার ধারণও বাড়ছে। কোনো ব্যাংক ডলার বিক্রি করতে চাইলে বাংলাদেশ ব্যাংকে কিনছে। আবার আমদানি দায় মেটাতে ডলার বিক্রি অব্যাহত রেখেছে। ডলারের সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে।

তথ্য অনুযায়ী জুন মাসের প্রথম তিন সপ্তাহে প্রবাসী আয় এসেছে ১৬৭ কোটি ডলার। আগের বছরের জুন মাসে একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১১৫ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৪৫ শতাংশ।

Link copied!