মে ৯, ২০২২, ০৩:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ২৫ সদস্যের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা যাচাইয়ে তারা এসেছেন।
শেভরনের (ব্যবসা বিভাগের) ভাইস-প্রেসিডেন্ট জে আর প্রিয়রের নেতৃত্বে প্রতিনিধি দলটির বিকেলে (৯মে) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে বৈঠক করার কথা। প্রিয়র ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।
প্রতিনিধি দলে ডিজিটাল, শক্তি, অর্থ, সেবা, ইন্স্যুরেন্স ও কৃষির মতো বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন। তারা ১১ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রবিবার বাংলাদেশ ও যুক্তরার্ষ্টের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উচ্চ-পর্যায়ের সুযোগের ব্যাপারে প্রতিনিধি দলটিকে ব্রিফ করেন।