মুল্যস্ফিতি মোকাবিলা হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ: এমসিসিআই

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২২, ১১:০৫ পিএম

মুল্যস্ফিতি মোকাবিলা হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ: এমসিসিআই

গ্যাস, বিদ্যুৎ ও সারে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরও দক্ষতার পরিচয় দিতে হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের এ সংগঠন জানিয়েছে, দক্ষতার ঘাড়তি থাকলে ভর্তুকি ব্যয় অনেক বেড়ে যেতে পারে। 

অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় বৈদেশিক মুদ্রা ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। বৈদেশিক মুদ্রা বাঁচাতে অপ্রয়োজনীয় লেটার অব ক্রেডিট বা এলসি খোলার ক্ষেত্রে সতর্ক থাকবে হবে বলে মত দিয়েছে তারা।

এমসিসিআই বলেছে, মূল্যস্ফীতি মোকাবিলাই হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ। তাদের পূর্বাভাস, মে মাসে সামগ্রিক মূল্যস্ফীতির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৪৫ শতাংশ, তবে জুন মাসে তা কিছুটা কমে দাঁড়াতে পারে ৫ দশমিক ৯৮ শতাংশে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় এমসিসিআই এসব কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বৈদেশিক মুদ্রার সংকট থাকলেও চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ভালো অবস্থায় আছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি বেশ কিছু সূচকের পূর্বাভাস দিয়েছে এমসিসিআই। তারা বলছে, চলতি মে ও জুন মাসে দেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়াতে পারে যথাক্রমে ৪৮২ কোটি ও ৪৯১ কোটি ডলার। একই সময়ে আমদানি ব্যয় বেড়ে দাঁড়াতে পারে ৭৭৯ কোটি ও ৭৮৫ কোটি ডলার। অর্থাৎ আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে বড় ধরণের পার্থক্য থেকেই যাবে। আর এ সময়ে দেশে প্রবাসী আয় আসতে পারে যথাক্রমে ২০৬ ও ২১৬ কোটি ডলার।

Link copied!