এপ্রিল ২২, ২০২২, ০৫:১১ পিএম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করায় পূর্ব নাখালপাড়ার কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান।
অভিযানে কাওরান বাজারের মুরগি, মাংস, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, মহাখালী বাসস্ট্যান্ড এবং পূর্বনাখালপাড়া বাজারে তদারকি করা হয়। অভিযানে পূর্ব নাখালপাড়ার হাজী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, হাজী সুইটসকে ৫ হাজার টাকা, নিউ জমজম সুইটস এন্ড বেকারীকে ২ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পাকা রশিদ সংরক্ষণ করা, বাসস্ট্যান্ডের কাউন্টারের সহজে দৃশ্যমান স্থানে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত ভাড়া অপেক্ষা অধিক ভাড়া না নেয়ার জন্য সম্মানিত ব্যবসায়ীবৃন্দকে নির্দেশ দেওয়া হয়।