প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে আন্দোলনকারীদের ‘না’

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ০৪:১৩ পিএম

প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে আন্দোলনকারীদের ‘না’

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সোজাসুজি ‘না’ করে দিয়েছেন আন্দোলনকারীরা। সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনও পরিকল্পনা আন্দোলনকারীদের নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সমন্বয়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩ আগস্ট) তিনি বলেন, “আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম।”

গতকাল শুক্রবার তিনজন মন্ত্রীকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে কারা আছেন

এর আগে ফেসবুক পোস্টেও আওয়ামী লীগের সঙ্গে সংলাপে না বসার হুঁশিয়ারিও দিয়েছেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ। বিষয়টি স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “অনেকেই জানতে চাইছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা। খুনি সরকারের সঙ্গে সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।

তিনি আরও লেখেন, তাদের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোনও বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়ার মাধ্যমে সেটা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের সূত্র গণমাধ্যমকে জানায়, গতকাল শুক্রবার রাতে গণভবনে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়া হয়েছে- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে।

শুক্রবারের জরুরি সভা ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করা সম্ভব।”

আরও পড়ুন: গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, “(আন্দোলনকারীদের জন্য) গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।”

Link copied!