ঢাবির নতুন ভিসি হলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ১২:২০ পিএম

ঢাবির নতুন ভিসি হলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (২৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি বর্তমানে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও ভারপ্রাপ্ত উপাচার্যের (ভিসি) দায়িত্ব পালন করছেন।

এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়ান ফেলো, ওয়েলস ইউনিভার্সিটির রিসার্চ ফেলো, ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এশিয়া রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিখ্যাত পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের বাংলাদেশ দপ্তরের প্রধান হিসেবে ২০০৯-২০১২ সময়কালে কর্মরত ছিলেন তিনি। শিক্ষকতার সঙ্গে ইউএনডিপি, এডিবি, পিকেএসএফসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে মাঠ উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।

নিয়াজ আহমেদ খান নিয়মিত সরকারের উচ্চ পর্যায়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পরিবেশ ও টেকসই উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। এ ছাড়া তিনি একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক, গবেষণা নির্দেশক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সিভিল সার্ভিস একাডেমি, ফরেন সার্ভিস একাডেমিতে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত তার প্রায় ১৮৪টি গবেষণামূক প্রবন্ধ ও ১২টি গ্রন্থ প্রকাশ হয়েছে।

Link copied!