এইচএসসির স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, অটোপাশের দাবিতে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ সকাল থেকেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা। এরপর দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।
জানা যায়, পরীক্ষা ছাড়া অটোপাশের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে পল্টন থেকে একটি মিছিল বের করে গুলিস্তান হয়ে সচিবালয়ের পূর্ব ফটকে অসেন। এরপর তারা ভেতরে ঢুকতে চাইলে গেটে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একপর্যায়ে সরে দাঁড়ায় ও পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও জানানো হয়েছে।