আগস্ট ২১, ২০২৪, ০৩:২৯ পিএম
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) কলেজটির সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন। এতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিতের জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা অযৌক্তিক।
সমস্যা সমাধানে শিক্ষার্থীদের তুলে ধরা ৩ দফা দাবিগুলো হলো-
১. উদ্ভূত পরিস্থিতি দ্রুত অনুকূলে এনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার আয়োজন করতে হবে;
২. বৈষম্যবিরোধী আন্দোলনে এইচএসসি-২০২৪ ব্যাচের যে সব বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে ও তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাসাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে।
৩. ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আহত শিক্ষার্থীদের কোনও ধরনের বৈষম্যের শিকার হতে না হয় সেটা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা আরও তুলে ধরেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও ৩ দফার সমর্থনে ২০২৪ ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর দুইটার দিকে মতিঝিলের নটর ডেম কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ঢুকে কয়েক শ’ এইচএসসি পরীক্ষার্থী বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সচিবালয়ের ১৮তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে অবস্থান গ্রহণ করেন। এ-অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত হওয়া বাকি পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এবার সেই পরীক্ষা ফেরাতেই আন্দোলনের ডাক দিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।