কোটা আন্দোলন ২০২৪

এখন কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে?

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৪, ০৪:৪২ পিএম

এখন কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে?

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে গতকাল মঙ্গলবার ৬ জন নিহত হন। তাদের গায়েবানা জানাজা আদায়ে বাধা দিয়েছে পুলিশ।

সবশেষ খবর অনুযায়ী অন্তত ২০টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করেছে পুলিশ।

আরও পড়ুন: রাস্তায় আন্দোলনের সময় আপনি কী করবেন?

বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা সম্পন্ন করতে গেলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়। এরপর উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে গায়েবানা জানাজা আদায় করেন তারা।

জানাজা শেষে ভিসির বাসভবন থেকে রাজু ভাস্কর্যের দিকে শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল নিয়ে অগ্রসর হলে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। এ ঘটনায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুড়ীসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে কলাভবনে আশ্রয় নেওয়ার খবর জানিয়েছেন দ্য রিপোর্ট ডট লাইভের নিজস্ব প্রতিবেদক।

এ ছাড়া ঢাবি ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না বলে জানান বেশ কয়েকজন সাংবাদিক।

আরও পড়ুন: হল ছাড়তে নারাজ কোটা আন্দোলনকারীরা, ঢাবিতে থমথমে অবস্থা

Link copied!