সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৯:৪১ এএম
২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন সংস্থা’র তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে প্রত্যেক বছর পালিত হয়ে আসছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পযর্টন দিবসের প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।
১৯৯৭ তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ১২ তম সম্মেলনে বিশ্ব পর্যটন সংস্থা প্রতি বছর বিশ্ব পর্যটন দিবস পালন করার জন্য একটি দেশকে মনোনীত করার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় এবার ‘পর্যটন ও সবুজ বিনিয়োগ’ কে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস পালন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
কম খরচে দেশের বাইরে ঘুরে আসতে পারবেন এমন ৫টি জায়গা নিয়ে আজকের এই প্রতিবেদন।
দার্জিলিং
যদি পাহাড় ভালোবাসেন তাহলে চলে যেতে পারেন মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং। যার প্রাকৃতিক সৌন্দর্য্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে আছে অসংখ্য দর্শনীয় স্থান। জনপ্রতি ২২ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ৫ দিনের ট্যুর প্যাকেজে একটি থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা, প্রতিদিন সকালে বুফে নাস্তা, রেস্টুরেন্টে দুপুরের ও রাতের খাবার এবং ইংরেজিভাষী গাইড সেবাসহ ঘুরে আসতে পারবেন।
ব্যাংকক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক স্থানীয়দের বন্ধুবাৎসল্য, প্রাণবন্ত পরিবেশ, আর অসাধারণ সুন্দর স্থাপত্যশৈলীতে তৈরি মন্দিরগুলোর জন্য বিখ্যাত। সারা পৃথিবী থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ব্যাংককে আসে একটু বিশ্রাম করতে, রিল্যাক্সে ঘুরে বেড়াতে, এখানকার প্রকৃতি-সুধা পান করতে আর বিখ্যাত মন্দিরগুলো পরিদর্শন করতে। তাছাড়া ব্যাংককের মজাদার স্ট্রিট ফুডও পর্যটকদের কাছে অনেক আকর্ষনীয়। ২ রাত-৩ দিনের প্যাকেজে প্রাণবন্ত শহর ব্যাংককের অভিজ্ঞতা নিতে পারবেন। জনপ্রতি ২৯ হাজার ৯৯৯ টাকায় আপনার সব ভ্রমণ ট্যাক্সসহ রিটার্ন এয়ার টিকিট, থ্রি স্টার হোটেলে টুইন-শেয়ারিংয়ের মাধ্যমে থাকার ব্যবস্থা, বিমানবন্দর-হোটেল-এয়ারপোর্ট আসা যাওয়া, ভ্রমণসূচি অনুযায়ী দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ এবং প্রতিদিন সকালে বুফে নাস্তাসহ নির্দিষ্ট সময়ে খাবার।
সিকিম
পাহাড়ি ঝর্ণা, গভীর উপত্যকা, ঔষধি গাছের বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিপূর্ণ ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম। সিকিমে আছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যা এখানকার জীববৈচিত্র্য কে আরো সুন্দর করে সাজিয়েছে। ছোট বড় পাহাড় পর্বত আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা সবুজ প্রকৃতি মনোরোগ প্রাকৃতিক পরিবেশ আর তুষারপাতের কারণে সিকিম পর্যটনদের কাছে একটি স্বর্গরাজ্য। ৩ রাত ৪ দিনের ট্যুর প্যাকেজে জনপ্রতি ২৭ হাজার প্যাকেজে আপনি থ্রি স্টার হোটেলে আরামদায়ক থাকার ব্যবস্থা, প্রতিদিন সকালে বুফে নাস্তা ও রাতের খাবার, একজন ইংরেজিভাষী গাইডসহ শান্ত এবং সুন্দর শহর সিকিমের গ্যাংটক ঘুরে দেখতে পারবেন।
কাঠমান্ডু
ভ্রমণপিপাসুরা প্রকৃতি, অ্যাডভেঞ্চার, বন্যপ্রাণী, খাবার বা সংস্কৃতির সন্ধান করে। একটি ক্যাসিনোতে একটি সন্ধ্যায় বা বৌধনাথ স্তূপের চারপাশে একটি শান্ত, আধ্যাত্মিক পদচারণা আপনাকে পাহাড়ের মধ্যে একটি মনোরম সূর্যাস্ত প্রদান করতে পারে। কাঠমান্ডুতে দেখতে পারবেন বসন্তপুর দরবার স্কয়ার, শম্ভুনাথ মন্দির, পাঠান দরবার স্কয়ার, ভক্তপুর দরবার স্কয়ার, বুদ্ধনাথ মন্দির । জনপ্রতি ৩১ হাজার ৫০০ টাকা থেকে শুরু হওয়া কাঠমান্ডু ট্যুরের ২ রাত-৩ দিনের প্যাকেজে নেপালের হৃদয় আবিষ্কার করার সুযোগ পাবেন। ট্যুরে রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট ট্রান্সফার, থ্রি-স্টার হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় রেস্তোরাঁয় প্রতিদিনের বুফে সকালের নাশতা ও দুপুরের খাবারসহ।
কুয়ালালামপুর
কুয়ালালামপুরের পুরো শহর জুড়ে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, সুদৃশ্য পার্ক, মিনার, মুঘল ধাঁচের গম্বুজ ও স্কাই স্ক্যাপার। পর্যটকদের জন্য দেখার মতো আছে অনেক কিছু। পেট্রোনাস টুইন টাওয়ার, ইসলামিক আর্ট মিউজিয়াম ,ন্যাশনাল মিউজিয়াম,মানেরা কুয়ালালামপুর, মার্দেকা স্কোয়ার কে এল বার্ড পার্ক, কে এল ফরেস্ট ইকো পার্ক। ২ রাত-৩ দিনের ট্যুর প্যাকেজে জনপ্রতি ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু প্যাকেজে আপনি সব ভ্রমণ করসহ ফিরতি বিমান ভাড়া, আরামদায়ক থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন।