ডেঙ্গু পরিস্থিতি

ডেঙ্গুতে হয় চোখের জটিলতাও; করণীয় কী?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৩, ০৬:৩৭ পিএম

ডেঙ্গুতে হয় চোখের জটিলতাও; করণীয় কী?

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গুতে মৃত্যু। এদিকে হাজারো মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গুর কারণে চোখের সমস্যাও হচ্ছে অনেকের। ডেঙ্গু আক্রান্ত হলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

ডেঙ্গুর কারণে চোখের যেসব সমস্যা হতে পারে- 

জ্বরের শুরুতে অন্যান্য ভাইরাসজনিত জ্বরের মতো ডেঙ্গুতেও চোখের পেছনে ব্যথা, আলোর দিকে তাকাতে অস্বস্তি, চোখ লাল হতে পারে। তবে দুই বা তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায়।

ডেঙ্গু জ্বর হলে রক্তে অণুচক্রিকা কমে গিয়ে রক্তক্ষরণের আশঙ্কা বেড়ে যায়। চোখের ভেতরে বা পেছনের রেটিনায় এই রক্তক্ষরণ হতে পারে। জ্বরের পাঁচ থেকে সাত দিনের মাথায় এটি হওয়ার আশঙ্কা বেশি থাকে।

ডেঙ্গু রোগে রেটিনার কেন্দ্রীয় এলাকা ম্যাকুলায় পানি জমার ফলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। 

এছাড়াও ডেঙ্গুর ফলে কনজাংটিভার ভেতরে ছোট রক্তনালীগুলো ছিঁড়ে যেতে পারে বা আঘাতের ফলে স্কেলেরার ওপরে একটি লাল অংশ হতে পারে। ফলে কনজাংটিভার নিচে রক্তক্ষরণ হতে পারে। অনেক সময় ডেঙ্গুর প্রভাবে চোখের স্নায়ুর প্রদাহের ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।

ডেঙ্গু জ্বরের সময় চোখের যত্নে যা করণীয়-

জ্বরের প্রথম দিন থেকে যে চোখে ব্যথা, লাল চোখ বা চোখে অস্বস্তি থাকে যা স্বাভাবিক। ডেঙ্গুতে ব্যথার জন্য প্যারাসিটামলই যথেষ্ট। প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথানাশক ওষুধ নিতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আর চার-পাঁচ দিনের মধ্যেও এ অবস্থার উন্নতি না হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। রক্তে অণুচক্রিকা কম থাকলে জ্বরের সাত দিনের মাথায় একবার চোখ পরীক্ষা করালে ভালো হয়। এ ছাড়া যেকোনো সময় দৃষ্টিশক্তি কমে এলে বা ঝাপসা দেখতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ডেঙ্গু জ্বর হওয়ার সময় এসব চোখের সমস্যা হতেই পারে। কিন্তু সমস্যা বেশি মনে হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া ভালো। কেন না এই সমস্যা দীর্ঘমেয়াদি হলে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কাও থাকতে পারে।

Link copied!