দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৩৫টি দেশের আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ করেছে বাংলাদেশ। আর আমাদের ভ্যাকসিনের কোনো সংকট নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি প্রবাসীরা যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা দিতে পারেন সেজন্য দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। সৌদি আরবের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা ও মেডিক্যাল যন্ত্রপাতি উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ।’
একে আব্দুল মোমেন বলেন, ‘সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা। পোল্যান্ডও বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, কোভিড মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে সৌদি সরকার। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও সৌদি আরবের সুসম্পর্ক বজায় থাকবে।
সৌদি ভিসা প্রসঙ্গে দেশটির রাষ্ট্রদূত বলেন, প্রতিদিন চার হাজার ভিসা দেওয়া হচ্ছে। তবে গত এক দিনেই ৮ হাজার ৬০০ ভিসা অনুমোদন করেছে সৌদি সরকার।
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে ইসা বিন ইউসুফ বলেন, ‘সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে আছে এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।’