ডেঙ্গু পরিস্থিতি

শুকনো পাত্রেও ৬ মাস বাঁচে এডিস মশার ডিম

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ০৩:৫৬ পিএম

শুকনো পাত্রেও ৬ মাস বাঁচে এডিস মশার ডিম

ফাইল ছবি

এডিস মশা ৪ থেকে ৫ দিনের জমা পানিতে ডিম পাড়ে। এডিস মশার ডিম শুকনো পাত্রেও ৬ মাস পর্যন্ত বেঁচে থাকে। এদিকে শুধু স্বচ্ছ পানি নয় নোংরা পানিতেও মিলছে লার্ভার দেখা। মাঠ পর্যায়ে লার্ভা পরীক্ষা করতে গিয়ে কীটতত্ত্ববিদরা এই বিষয় নিয়ে উদ্বেগ পরীক্ষা করেছেন।

যত দিন যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো বিকল্প নেই।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পরিচালক শামীম আহসান বলেন, আবহাওয়া বেশি শীতও না আবার গরমও তেমন পড়ে না। এটা ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার জন্য উপযুক্ত তাপমাত্রা। এছাড়া বৃষ্টিতে বহুদিন পানি জমে থাকায়ও ডেঙ্গু বাড়ছে।  

চট্টগ্রাম জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাউছ বলেন, ‘সাধারণত স্বচ্ছ পানিতে এডিস মশা ডিম পাড়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, নোংরা পানিতেও ডিম দিচ্ছে এ মশা। ঘরে-বাইরে সব স্থানে এডিস মশার বিচরণ। বাসাবাড়ি, নালানর্দমা ও পরিত্যক্ত টায়ারের গুদাম থেকে সংগ্রহ করছেন এডিস মশার লার্ভা। শুধু স্বচ্ছ নয়, নোংরা পানিতেও পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শুকনো পাত্রেও এডিসের ডিম বাঁচে ৬ মাস!’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ে আগে থেকে সতর্ক করার পরও ব্যবস্থা না নেয়ায় এখন লাগামহীন ডেঙ্গু। তারপরও ব্যক্তিগত ও সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে।

Link copied!