ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব ভালো চোখে দেখছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১, ২০২৪, ০৪:০১ এএম

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব ভালো চোখে দেখছে হামাস

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে ইসরায়েলের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একে ভালো চোখে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মে) এক বিবৃতিতে হামাস জানায়, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের ঘরবাড়িতে ফেরা, সত্যিকারের বন্দী বিনিময়ের যেকোনো প্রস্তাবকে ইতিবাচক ও গঠনমূলকভাবে দেখতে প্রস্তুত আছে তারা।

বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ‘আমাদের জনগণের সংগ্রামের কিংবদন্তিতুল্য দৃঢ়তা ও তাদের সতর্ক প্রতিরোধের ফল’ বলেও উল্লেখ করেছে হামাস।

যা আছে ইসরায়েলের নতুন প্রস্তাবে
ইসরায়েলের নতুন প্রস্তাবটি তিনটি পর্যায়ে বাস্তবায়নের কথা বলা হচ্ছে। এই পর্যায় তিনটি হলো-

আরও পড়ুন: ‘এখন সময় এসেছে যুদ্ধ বন্ধের’

১. ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এই সময়ের মধ্যে গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।
২. যুদ্ধবিরতির সময় ‘নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে হামাস। তাদের নারী, প্রবীণ ও আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েক শ’ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে হামাসের কাছে জিম্মি অবস্থায় নিহতদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে। এই যুদ্ধবিরতির সময়েই ‘স্থায়ীভঅবে শত্রুতা বন্ধে’ উন্নীত করা হবে।
৩. জিম্মি ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি ‘পুনর্গঠন পরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজায় ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে।

সূত্র: রয়টার্স

Link copied!