প্রস্তাবনায় বাইডেন

‘এখন সময় এসেছে যুদ্ধ বন্ধের’

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১, ২০২৪, ০৭:০০ এএম

‘এখন সময় এসেছে যুদ্ধ বন্ধের’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

গাজায় আট মাসেরও বেশি সময় ধরে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিন-পৃষ্ঠা সংবলিত এক প্রস্তাবনায় ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে হামাসের উদ্দেশে তিনি বলেছেন, “এখন সময় এসেছে যুদ্ধ বন্ধের।”

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “গত ৭ অক্টোবর থেকে আট মাসেরও বেশি সময় ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা বন্ধের উৎকৃষ্ট সময় এখন। হামাস এখন আর নতুন করে ৭ অক্টোবরের মতো হামলা করতে পারে না হামাস (ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন)। এখন তাদেরকে বন্দী বিনিময় চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে।”

আরও পড়ুন: শান্তিচুক্তির প্রশ্নে আবারও বেঁকে বসল ইসরায়েল

প্রস্তাবনায় তিনি উল্লেখ করেছেন, এখন একটি ‘বন্দী বিনিময় চুক্তি’ হওয়া বাঞ্ছনীয়। যার মাধ্যমে ‘পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি’ ঘোষণা করা হবে। হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিদ্ধান্ত গ্রহণের সময় এটাই।”

এর আগে জিম্মিদের মুক্তি ছাড়া কোনো ধরনের শান্তিচুক্তি হবে না বলে হুঁশিয়ারি দেয় ইসরায়েল। হামাসের উদ্দেশে দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। নয়তো গাজায় অভিযান থামবে না, কোনো চুক্তিও হবে না।”

সূত্র: সিএনএন

Link copied!