শান্তিচুক্তির প্রশ্নে আবারও বেঁকে বসল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২৪, ০৭:৫৯ পিএম

শান্তিচুক্তির প্রশ্নে আবারও বেঁকে বসল ইসরায়েল

শান্তিচুক্তির প্রশ্নে আবারও বেঁকে বসেছে ইসরায়েল। বলেছে, জিম্মিদের মুক্তি ছাড়া কোনো ধরনের শান্তিচুক্তি করবে না তারা।

হামাসকে ইঙ্গিত করে দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। নয়তো গাজায় অভিযান থামবে না, কোনো চুক্তিও হবে না।”

এদিকে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাই-কমান্ড এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে চায় না তারা। তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে- তবে সব জিম্মিকে ছেড়ে দেওয়া হবে। সেই সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ গোষ্ঠীটি।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হওয়া এক অস্থায়ী বিরতির সময় নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে থেকে ১০৮ জনকে মুক্তি দিয়েছিল হামাস। তারপর আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হয়নি। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর অভিযানে কয়েকজন জিম্মি নিহতের খবর এসেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে বসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিক্রিয়াস্বরূপ ইসরায়েলও পাল্টা হামলা করতে থাকে। সামরিক অভিযানের নামে সেদিন থেকেই তাদের এই পাল্টা হামলা শুরু হয়। সবশেষ গাজায় ৩৬ হাজার ২৮৪ জন বেসামরিক লোকের প্রাণহানির খবর এসেছে।

Link copied!